Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

৩ লাখ ইটের তৈরি নকল তাজমহল অন্যান্য

৩ লাখ ইটের তৈরি নকল তাজমহল

তাজমহলের মত সৌন্দর্য বিশ্বে খুব কমই দেখা যায়। সপ্তমাশ্চর্যের এক এই তাজমহলের নকল আর একটা বানানোও খুব একটা মুখের কথা নয়। রেপ্লিকা হয়ত তৈরি হয়েছে অনেক। কিন্তু দুবাইয়ে নতুন রেপ্লিকা তৈরি হয়েছে যা একেবারে আসল মনে হয়। দুবাইয়ের নতুন থিম পার্কে তৈরি করা হয়েছে এই নয়া তাজমহল।

ভারতের স্বাধীনতার ৭০ বছর উপলক্ষে ১৫ আগস্ট এই তাজমহলের রেপ্লিকাটি খুলে দেওয়া হয়েছে। ২৮০৭৪১ টি ইট দিয়ে তৈরি করা হয়েছে এই রেপ্লিকা। যার ওজন ৬৪৫.৯ কেজি। আসল তাজমহল বানাতে সময় লেগেছিল ২০ বছর। আর ২,০১৯ ঘণ্টাতেই তৈরি করা হয়েছে এই মিনি তাজমহল। তবে এই থিমপার্কে যেতে গেলে আরও বেশ কিছুদিন দেরি করতে হবে। অক্টোবরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে দুবাইয়ের এই থিম পার্ক।