Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জে শোক দিবসে আ’লীগের দ্বিধাদ্বন্দ্বের অবসান বাগেরহাট

মোরেলগঞ্জে শোক দিবসে আ’লীগের দ্বিধাদ্বন্দ্বের অবসান

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে একই সাথে দুই গ্রুপের নেতাকর্মীরা  দিবসটি পালন করেছে। আর এর সাথে সাথে সকল নেতা কর্মীদের মাঝে  ফিরে এসেছে প্রান চাঞ্চল্য।

দিবসটি পালন উপলক্ষে সকালে উভয় গ্রুপ একসাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কালোব্যাচ ধারণ, শোকর‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজ সহ নানা কর্মসূচি পালন করে।

সকাল ১১ টায় মোরেলগঞ্জ কাপুড়িয়া পট্রিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.আমিরুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান জনি, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড.আলী আকবর, উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, পৌর চেয়ারম্যান এ্যাড. মনিরুল হক তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, আওয়ামীলীগ সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, ইব্রাহিম হোসন হাওলাদার, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ  আহবায়ক মোজাম্মেল হক মোজাম, সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর আহবায়ক আসাদুজ্জামান বিপু, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল, সদস্য সচিব খান শহিদুল ইসলাম, সাবকে ছাত্রনেতা মেহেদী হাসন জিমি, আব্দুল্লাআল সুমন,  উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক, ছাত্রলীগ এসএম কলেজ সভাপতি বায়জিদ শিকদার, শ্রমিকলীগ উপজেলা আহবায়ক আলমগীর হোসেন বাদশা, জালার তালুকদার, পৌর শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম খান, সাধারণ সম্পাদক দুলাল শেখ, সাগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শিকদার, সুমন পারভেজ প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, ১৫ আগষ্টের এই দিনে সকল দ্বিধাদ্বন্ধ ভুলে গিয়ে দেশের সার্থে তথা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একসাথে কাজ করতে হবে। এছাড়াও উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে পৃথক শোকর‌্যালি আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। একইভাবে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বঃস্ফুর্তভাবে শোক দিবসের কর্মসূচি পালন করে।