Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বাগেরহাট

মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

“নারী ও শিশু সবার আগে বিপদে -দুর্যোগে প্রাধান্য পাবে” প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল শনিবার বাগেরহাটের  মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।  দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সকালে শোভাযাত্রা  পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম রেবেকা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান ছাবুল আকতার, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ লিমা ইয়াসমিন। সভায় বক্তব্য রাখেন , উপজেলা পরিবার কল্যান সহকারি জামিলা আকতার, উপজেলা পরিবার কল্যান পরিদর্শিকা ফরিদা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক এবি সিদ্দিক , উপজেলা স্যাকমো ডাঃ আফরোজা পারভিন। সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারি রীনা আকতার, , পরিবার কল্যান পরিদর্শিকা আজমেরী খানম , শ্রেষ্ঠ ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র রামচন্দ্রপুর, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ রামচন্দ্রপুর ও শ্রেষ্ঠ এনজিও হিসেবে সিআরসি কে সনদ বিতরণ করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর