Opu Hasnat

আজ ৩০ মে শনিবার ২০২০,

মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত খেলাধুলাবাগেরহাট

মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ৩৯ নং কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ৩৯ নং কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ২২৫ নং জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খেলা কমিটি সভাপতি মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার।