Opu Hasnat

আজ ২৭ সেপ্টেম্বর সোমবার ২০২১,

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের করাতিপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত ও ১০জন আহত হয়েছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করাতিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে হতাহতদের পরিচায় যানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার দেব জানান, দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রিবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। এ ঘটনায় বাসের যাত্রী ও ট্রাকের হেলপারসহ অন্তত ১০জন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বাসের চালকসহ তিনজনের অবস্থা আশংকাজনক।