Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে নিহত ২৭, তদন্ত কমিটি গঠন ময়মনসিংহ

ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে নিহত ২৭, তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে হুরোহুরিতে ২৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ভোর ৫টার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডে ব্যবসায়ী শামীম তালুকদারের নূরানী জর্দা কারখানায় এ ঘটনা ঘটে।

এদিকে অধিকাংশ লাশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে যাওয়ায় নিহতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে অস্পষ্টতা।   

সকালে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, তারা ২৭ জনের মৃত্যুর খবর পেলেও সব লাশ তাদের হাতে নেই।

এরপর ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মইনুল হক হাসপাতালে সাংবাদিকদের বলেন, “এ পর্যন্ত ২০টি ডেডবডি এখানে এসেছিল। তবে সংখ্যা আরও অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আহত-নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এদের রাস্তা থেকে নিয়ে গেছে বিভিন্ন দিকে।”

পরে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মুত্তাকীম বিল্লাহ ফারুকি বলেন, তিনি ১৮ জনের মৃত্যুর খবর পেয়েছেন। আর পুলিশ সুপার বেলা ১১টার দিকে ২৩ জনের লাশ হাসপাতালে যাওয়ার কথা নিশ্চিত করেন।  
এ ঘটনায় আহত অর্ধশতাধিক নারীকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, জাকাত নিতে গিয়ে হতাহতের ঘটনায় হওয়ার ঘটনায় পুলিশ সদর দফতর থেকে ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, এপিবিএনের কমান্ডেন্ট মোস্তফা কামাল এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডি অ্যান্ড পিএস বিভাগের এএসপি আফজাল হোসেন।

কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে পুলিশ হেডকোয়ার্টারে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।