Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মুন্সীগঞ্জের ডিসি সাইফুল হাসান বাদলের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি মিডিয়ামুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের ডিসি সাইফুল হাসান বাদলের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

মুন্সীগঞ্জের স্থানীয় ৪ টি স্থানীয় পত্রিকার ডিক্লারেশনের বাতিলের আদেশ কেন অবৈধ হবেনা এ ব্যপারে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের বিরুদ্ধে বুধবার (৮ জুলাই) হাইকোর্ট রুল জারি করেছেন। 

রিট আবেদন কারি আইনজীবী চন্দন চন্দ্র সরকার বৃহস্পতিবার ৫ টার দিকে ম্ন্সুীগঞ্জের সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরো জানান, আগামি ৪ সপ্তাহের মধ্যে ডিসিকে জবাব দেবার নির্দেশ প্রদান করা হয়। বুধবার (৮ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচার পতি মেস্তফা জামান ইসলামের যৌথ ব্যঞ্চ এ রুল জাড়ি করেন।

ডিক্লারেশর বাতিলকৃত ৪ টি পত্রিকা হলো, ১- সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ, ২-সাপ্তাহিক কাগজের খবর, ৩-সাপ্তাহিক বিক্রমপুর সংবাদ, ৪-সাপ্তাহিক সত্য প্রকাশ পত্রিকার সম্পাদকদের রিট-আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন।

হাইকোর্টে রিট আবেদনকারী মুন্সীগঞ্জের ৪ টি পত্রিকার সম্পাদরা হচ্ছেন, সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ এর সম্পাদক শহীদ-ই-হাসান তুহিন, সাপ্তাহিক কাগজের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী সাব্বীর আহাম্মেদ দিপু, সাপ্তাহিক বিক্রমপুর সংবাদের সম্পাদক মোহাম্মদ সেলিম, সাপ্তাহিক সত্য প্রকাশ পত্রিকার সম্পাদক মো: জসিম উদ্দিন দেওয়ান।

উল্লেখ্য, গত ২০ই মে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল অনিয়মিত প্রকাশের অভিযোগ এনে মুন্সীগঞ্জের ৮ টি পত্রিকার ডিক্লারেশনের বাতিল করেণ।