Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

‘আইনের শাসন হারিয়েছি, ফেরত চাই’ -ড. এমাজ উদ্দীন আহমদ রাজনীতি

‘আইনের শাসন হারিয়েছি, ফেরত চাই’ -ড. এমাজ উদ্দীন আহমদ

নয়াপল্টনে বিএনপির শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আলোচনা ও ইফতার মাহফিল আয়োজন করে জাতীয়তাবাদী কর্মজীবী দল। এতে আরো অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজ উদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ। 

অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ বলেন, ‘আইনের শাসন হারিয়েছি। আইনের শাসন ফেরত চাই। ব্যক্তি অধিকার হারিয়েছি, ওটা ফেরত চাই। আমরা সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হোক, গণতান্ত্রিক ব্যবস্থা সঠিকভাবে কার্যকর হোক- সেটাই চাই।’ 

সংসদ সদস্যদের লুটপাট করতে আবারও জনপ্রতি ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে অভিযোগ করে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘তিনি কে? কাদের প্রতিনিধি? জনগণের প্রতিনিধি তিনি না। তিনি বর্তমান সরকারের পুতুল। এ টাকা জনগণের কাজে লাগবে না। দলীয় লোকজনের মাধ্যমে এটা চলে যাবে।’  
 
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই দেশ আজ নিম্ন মধ্যম আয়ের পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেন। জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসীদের সুদিন আর বেশি দূরে নয় জানিয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।