Opu Hasnat

আজ ২৭ সেপ্টেম্বর সোমবার ২০২১,

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ টাঙ্গাইল

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল সদর উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

আজ (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় হতাহত কারো নাম জানা যায়নি।

টাঙ্গাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাসাইল থানার ওসি নুরুল ইসলাম খান জানান, সকালে একটি কাভার্ড ভ্যান উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। পথে করাতিপাড়া বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক মারা যান। এসময় আহত হন আরো চারজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরো দু’জনের মৃত্যু হয়।