Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

বিএনপি নেতা রিজভীর জামিন এবং রিমান্ডের আবেদন নামঞ্জুর রাজনীতি

বিএনপি নেতা রিজভীর জামিন এবং রিমান্ডের আবেদন নামঞ্জুর

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন এবং রিমান্ডের আবেদন নাশকতার মামলায় নামঞ্জুর করেছেন আদালত। তবে তদন্তকারী কর্মকর্তারা তিন কার্যদিবসের মধ্যে রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন  সকালে উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আজ রিজভীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার এসআই মাসুদ মুন্সী ১০দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে,রিজভীর আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জামিন চেয়ে রিমান্ডের রিমান্ডের বিরোধীতা করেন। ২০১৪ সালের ২৯শে ডিসেম্বর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই আবদুল মালেক হাওলদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।