Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক ৭০ শতাংশ অর্থ-বাণিজ্য

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক ৭০ শতাংশ

ঘোষিত ২০১৬-১৭ অর্থবছরে চূড়ান্ত বাজেটে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর কমিয়ে দশমিক ৭০ শতাংশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সুপারিশের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই সিদ্ধান্তের কথা জানান।

এ ছাড়া পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্যাকেটজাত খাদ্য, হিমায়িত খাদ্য এবং সবজি রপ্তানিকারকদের উৎসে কর ২০১৬ পর্যন্ত দশমিক ৬ শতাংশ রাখা হয়েছে।
 
বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অর্থমন্ত্রীকে অনুরোধ করে প্রস্তাব দেন।
 
২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক ৬০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১ দশমিক ৫০ শতাংশ এবং পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্যাকেটজাত খাদ্য, হিমায়িত খাদ্য, সবজি রপ্তানিতে উৎসে কর দশমিক ৮ শতাংশ করার প্রস্তাব দিয়েছিলেন।
 
প্রস্তাবিত বাজেট ঘোষণার পর থেকেই রপ্তানিমুখী পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট খাতের সংগঠনগুলো উৎসে কর অব্যাহতির দাবি জানিয়ে আসছিল। এমনকি তৈরি পোশাকশিল্পের সংগঠনগুলোর এই দাবির সঙ্গে একমত পোষণ করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

এই বিভাগের অন্যান্য খবর