Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

‘জঙ্গি তৎপরতা বন্ধে পুরোপুরি না হলেও কাছাকাছি পৌঁছেছে সরকার জাতীয়

‘জঙ্গি তৎপরতা বন্ধে পুরোপুরি না হলেও কাছাকাছি পৌঁছেছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত শরিফুল-ই পুলিশের সন্দেহভাজন ব্লগার হত্যাকারী তবে, ‘তার বেশ কয়েকটি নাম ছিল।’
 
আজ (২৪ জুন) নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীদের অনেক নাম থাকে। এরা একেকজন একেকজায়গায় একেকসময় একেক নাম ধরে আত্মপ্রকাশ করে। কাজেই আমাদের কাছে যে নাম তারা স্বীকার করে, আমরা সেই নামটি প্রকাশ করি।’
 
গত মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘ক্রসফায়ারে’ এক যুবক নিহত হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিহত যুবক শরিফুল ওরফে সালেহ ওরফে আরিফ (৩০)। তিনি লেখক অভিজিতের হত্যার পরিকল্পনাকারী ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এর দুইদিন লাশ শনাক্ত করে আবুল কালাম আজাদ জানান, নিহত যুবক তার ছেলে। তার নাম মুকুল রানা। তাদের বাড়ি সাতক্ষীরায়।
 
‘জঙ্গি তৎপরতা বন্ধে সরকার পুরোপুরি না হলেও কাছাকাছি পৌঁছেছে।’- মন্তব্য করেন তিনি। 
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ঈদ সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিল। প্রয়োজনে এ ধরনের অভিযান আগামীতেও পরিচালনা করা হবে।’
 
পুলিশ ইচ্ছাকৃতভাবে ক্রসফায়ার করেনি, আত্মরক্ষার্থে এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
 
তিনি বলেন, ‘ক্রসফায়ার পুলিশ করে না। পুলিশের মূল উদ্দেশ্য অপরাধীর কাছ থেকে তথ্য নেওয়া এবং তারা যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করে, সেইজন্য আইনে শাস্তির ব্যবস্থা করা। কাজেই কোনো ক্রসফায়ার পুলিশ করেনি, বরং আত্মরক্ষা কিংবা তাকে ধরতে গিয়ে এ ধরনের ঘটনাগুলো ঘটেছে।’