Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

দ্বিতীয় ধাপেও তালিকা নেই : ৭৬ ভাগ আসনই ফাঁকা

নাটোরের এনএস কলেজে অনাকাঙ্খিত পরিস্থিতি ঠেকাতে পুলিশ মোতায়েন শিক্ষানাটোর

নাটোরের এনএস কলেজে অনাকাঙ্খিত পরিস্থিতি ঠেকাতে পুলিশ মোতায়েন

নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের নামে দ্বিতীয় ধাপেও প্রথম ধাপের মত ছাত্র-ছাত্রীদের কোন তালিকায় না আসায় আবারও এই কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পরেছে। ছাত্র-ছাত্রী আর অভিভাবকদের ক্ষোভ দমনে কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণীতে প্রথম ধাপে এই কলেজে নামের বিলম্বে আসায় ভর্তি প্রক্রিয়ায় অচল অবস্থার সৃষ্টি হয়। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান জানান, তার কলেজে তিনটি বিভাগে মোট নয়শ’ আসন সংখ্যার বিপরীতে প্রথম দফায় ভর্তির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা তিন হাজার আটশ’রও বেশী ছাত্র-ছাত্রী ইন্টারনেটের মাধ্যমে অন লাইনে ভর্তির আবেদন করে। সার্ভারের ত্রুটির কারণে দ্বিতীয় দিন সন্ধ্যায় ইন্টারনেটের মাধ্যমে কলেজের নামে তালিকা আসায় পরের দু’দিনে মানবিক বিভাগে ৩৩, বিজ্ঞান বিভাগে ১৩০ এবং বাণিজ্য বিভাগে ৪৯ মিলিয়ে মাত্র ২১২ জন ভর্তি হয়েছে। কলেজে এখনও ৬৮৮টি  অর্থাৎ শতকরা ৭৬ ভাগ আসনই ফাঁকা পরে আছে। অধ্যক্ষ জানান, এবার দ্বিতীয় ধাপেও ইন্টারনেটে সার্ভারের ত্রুটির কারণে নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের নামে কোন তালিকা না আসায় আবারও ভর্তিতে জটিলতা সৃষ্টি হয়েছে। এব্যাপারে কলেজ কর্তৃপক্ষ রাজশাহী শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করেও কোন সুফল পায়নি। এদিকে ছাত্র-ছাত্রী ভর্তি হতে না পারায় উদ্বিঘ্ন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মাঝে ব্যপক ক্ষোভের সৃষ্টি হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে কলেজে পুলিশ পাহাড়া বসানো হয়েছে।