পর্ণো ভিডিও প্রচারের অভিযোগে দুই বখাটে আটক আইন ও আদালত /  মেহেরপুর / 
এক ছাত্রীর নামে পর্ণো ভিডিও প্রচারের সঙ্গে জড়িত অভিযোগে দুই বখাটেকে আটক করেছে পুলিশ। গাংনী থানা পুলিশের একটি দল রবিবার মধ্যরাতে বামন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকরা হলেন, বামন্দী-নিশিপুর স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র আকাশ হোসেন (১৪) ও বালিয়াঘাট গ্রামের সাহাবুল ইসলাম (২৫)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীর নাম ঠিকানা লিখে একটি পর্ণো ভিডিও প্রচার করে এলাকার কয়েক যুবক। তারা ওই মেয়ের পরিবারকে সামাজিকভাবে হেয় করার লক্ষ্যে পর্ণো ভিডিওতে ছাত্রীর নাম দিয়ে কম্পিউটারের দোকান থেকে বিভিন্ন ব্যক্তির মোবাইলে সরবরাহ করে।
গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করা হয়। তিনি জানান, এ ব্যাপারে ছাত্রীর বাবা বাদী হয়ে আটক দুই বখাটেসহ ছয় জনের নামে মামলা দায়ের করেছেন। বাকিদের আটকে অভিযান চলছে।