Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ছাতকে গাঁজা ব্যবসায়ীর দু’দফা হামলায় আহত যুবক হাসপাতালে সুনামগঞ্জ

ছাতকে গাঁজা ব্যবসায়ীর দু’দফা হামলায় আহত যুবক হাসপাতালে

সুনামগঞ্জের ছাতকে অবৈধ মদ ও গাঁজা ব্যবসার প্রতিবাদ করায় নিরীহ যুবকের উপর দু’দফা হামলা করেন গাঁজা ব্যবসায়ীরা। আহত যুবক হাসপাতালে মৃত্যু সয্যায়। 

থানায় লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিন কুর্শী গ্রামের ছোরাব আলীর ছেলে সানোয়ার হোসেন শামীম সম্প্রতি রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে এলাকার যুবক ও সচেতন লোকদের নিয়ে গ্রামে অবৈধ ভাবে মদ ও গাঁজা ব্যবসার প্রতিবাদ করেন। কিন্তু এ প্রতিবাদের জবাবে ক্ষিপ্ত হয়ে একই গ্রামের মৃত আশক আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী আল আমিন তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র পাইপ, কাঠের রোল ও রড নিয়ে গত ৮ জুন বুধবার হামলা করেন সানোয়ার হোসেন শামীমের উপর। এতে শামীম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল হতে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ফিরে আসলে শামীম তার আত্মীয় স্বজনদের নিয়ে ১১ জুন শনিবার রাতে বসত ঘরে পরামর্শ করতে লাগলে আবারও হামলাকারীরা তাকে তার বসত ঘর হতে ধরে নিয়ে আল আমিনের বসত ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন করতে থাকে। পরে পরিবারের লোকজন সহ অন্যান্যরা নির্যাতনকারীদের কবল থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। এ ব্যাপারে অভিযুক্ত আল আমিনের সেলফোনে যোগাযোগ করা হলে তিনি দাফটের সহিত জানান এটা আপনি উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে জেনে নিন। 

ছাতক থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন আছে। আরও তদন্তের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানিয়েছি। 

এই বিভাগের অন্যান্য খবর