Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মুন্সীগঞ্জে ভেজাল চিপস, সেমাই ও ক্যামিকেল জব্দ মুন্সিগঞ্জবিশেষ সংবাদ

মুন্সীগঞ্জে  ভেজাল চিপস, সেমাই ও ক্যামিকেল জব্দ

মুন্সীগঞ্জ সদরের দশকানি এলাকায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল ও বিষাক্ত চিপস ও সেমাই জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। 

এ সময় ২হাজার ৪০০ কেজি ভেজাল চিফস্, ১২ বস্তা ভেজাল সেমাই ও ৩০ কেজি বিষাক্ত ক্যামিকেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ভোজল খাদ্যদ্রব্য জব্দ করা হয়।

এ সময় আলমদিনা চিফস্ এন্ড ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকাা, রাজধানী চিফস্ এন্ড ফ্যাক্টরীর ৪০ হাজর টাকা ও ভাই ভাই চিফস্ এন্ড সেমাই ফ্যাক্টরীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১১ নারায়নগঞ্জ কার্যালয়ের কমান্ডার সিবলী সাদিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় আলমদিনা চিফস্ এন্ড ফ্যাক্টরী, রাজধানী চিফস্ এন্ড ফ্যাক্টরী ও ভাই ভাই চিফস্ এন্ড সেমাই ফ্যাক্টরীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আসিফ আমান সিদ্দিকীর নেতৃত্বে র‌্যাব-১১ সদস্যদেও অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে উৎপাদিত ২হাজার ৪০০ কেজি ভেজাল চিফস্, ১২ বস্তা ভেজাল সেমাই ও ৩০ কেজি বিষাক্ত কেমিক্যাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা চিফস্ ও সেমাই বিষাক্ত এমুনিয়া, ডাইংয়ের রঙ, ইউরিয়াসহ একাধিক বিষাক্ত কেমিক্যাল দিয়ে উৎপাদন করা হয়েছে।