Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মুন্সীগঞ্জে মাটির নিচ থেকে স্বর্ণ-রৌপ্যের গহনা উদ্ধার মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে মাটির নিচ থেকে স্বর্ণ-রৌপ্যের গহনা উদ্ধার

একটি বহুতল ভবন নির্মানকালে পাইলিং এর মাটি কাটার সময় একটি তামার কৌটার মধ্যে রাখা প্রায় ২০০ গ্রাম স্বর্ন ও রৌপ্যের গহনা পাওয়া যায়।

মুন্সীগঞ্জ শহরস্থ সদর উপজেলার উপজেলা কার্যালয়ের সামনে ইদ্রাকপুর এলাকাররোববার বেলা ১টার দিকে ৬ জন শ্রমীক মাটি কাটার সময় কোদালের আঘাতে বিকট শব্দে কোউটা খুলে গেলে বাড়ির মালিক মো: ফজলুল হককে জানায়।

এর মধ্যে কানের দুল, মাদলি, বাকু, রুপা ও স্বর্নের পুথি ৩ টি রুপার মহর ছিল। 

একটি বহুতল ভবন নির্মানকালে পাইলিং এর মাটি কাটার সময় একটি তামার কৌটার মধ্যে রাখা প্রায় ২০০ গ্রাম স্বর্ন ও রৌপ্যের গহনা পাওয়া যায়।  

পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে মালামাল উদ্ধার করে তার কার্যালয়ে নিয়ে যায়।
সদর উপজেলা নিবাহী কর্মকর্তা সারাবান তাহুরা জানান, স্বর্ণ-রুপার  গহনা পেয়ে এলাকাবাসীর পাওয়া খবরে সদর থানা-পুলিশকে নিয়ে ঘটনাস্থল থেকে ঐ মালামাল উদ্ধার করা হয়। 

এর মধ্যে কানের দুল, মাদলি, বাকু, রুপা ও স্বর্নের পুথি ৩ টি রুপার মহর ছিল।

এখানে প্রায় ২০০ গ্রাম স্বর্ন ও রুপা মিলে রয়েছে। তবে কতটুকু স্বর্ন আছে বলা যাচ্ছে না দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক এর কার্যাালয়ের ট্রেজারী শাখায় পাঠানো হয়েছে পরিক্ষা-নিরিক্ষার জন্য।