Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

রাজাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী কানা আলমকে জবাই করে হত্যা ঝালকাঠি

রাজাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী কানা আলমকে জবাই করে হত্যা

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জ্বীনের বাদশা কুখ্যাত সন্ত্রাসী শাহ আলম খান (৫০) ওরফে টাকার আলম ওরফে কানা আলমকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১ টার  দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদের কাঠিপাড়া গ্রামের কাঠিপাড়া স্কুল এলাকার ব্রীজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রাজাপুর থানার পরিদর্শক (ওসি) মোঃ শেখ মুনীর উল গিয়াস জানান, পুলিশের তালিকাভুক্ত শাহ আলম খান ওরফে টাকার আলমের বাড়ির থেকে ৪/৫শ’ গজ দূরে একটি ধানক্ষেতে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় এ ঘটনা ঘটে। ওসি জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে এবং তার মাথায়ও একটি জখমের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি মুনীর। জানা গেছে, ১৯৯৬ সালে তৎকালিন আওয়ামীলীগ সরকারের আমলে জাপার প্রার্থী হিসেবে ছাতা প্রতীকে শাহ আলম খান ওরফে টাকার আলম শুক্তাগড় ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার বিরুদ্ধে রাজাপুরসহ দেশের বিভিন্ন থানায় ৮টি হত্যা, ১টি ডাকাতিসহ  মোট ৩৫টি মামলা রয়েছে। কানা আলমের সহযোগী সবুজ মৃধা ৫ ডিসেম্বর রাতে পিরোজপুর জেলার কাউখালী কলেজ মাঠে র‌্যাবের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয়।