Opu Hasnat

আজ ২৪ এপ্রিল বুধবার ২০২৪,

বিচারপতিদের পুরোপুরি নিয়ন্ত্রণ করতেই অভিশংসন আইন রাজনীতি

বিচারপতিদের পুরোপুরি নিয়ন্ত্রণ করতেই অভিশংসন আইন

বিএনপি মনে করেন বিরোধী দলকে দুরমুস বা তুলোধুনা করতেই বিচারপতিদের অভিশংসন ও অপসারণের ক্ষমতা সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিলের পরিবর্তে এখন জাতীয় সংসদের ওপর ন্যস্ত করা হচ্ছে।

এ আইন পাশ হলে বিচারপতিদের পুরোপুরি নিয়ন্ত্রণ ও তাদের ওপর নগ্ন আগ্রাসন করতে সরকারের খুবই সুবিধা হবে।

দলটি বলছে, এই আইন প্রণয়নের প্রধান লক্ষ্যই হচ্ছে বিরোধীদের ছিন্নভিন্ন করে দেয়া।

আজ (৪ মে) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এটি স্বাধীন বিচারকার্য পরিচালনায় বাধার সৃষ্টি করবে এবং মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। এটি পাসের মাধ্যমে সরকার পুরোপুরি বিচারপতিদের আচরণ নিয়ন্ত্রণ করবে। এই পুরো প্রক্রিয়াটিই ভীতিকর এবং চাপ সৃষ্টির জন্যই এটি করা হচ্ছে।’
 
বিচারপতিরা যেন সরকারের ইচ্ছামতো কাজ করে সেজন্যই এই আইন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এই আইন কার্যকর হলে ন্যায়বিচার শিকেয় উঠবে। এই আইন পাশের মাধ্যমে সরকার বিচার ব্যবস্থাকে বিরোধী দলসহ গণমাধ্যম ও গণতন্ত্রে স্বীকৃত সব অধিকারকে আরো নিষ্ঠুরভাবে দমন করতে সক্ষম হবে।’
 
‘বিচার বিভাগকে নিয়ন্ত্রণের’ এই আইন পাশ করা হলে সংবিধানের সর্বশেষ স্তম্ভটুকুও বিলীন হয়ে যাবে বলেও মনে করেন রিজভী। এই ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে এই ‘জনস্বার্থ বিরোধী’ আইন পাশ করা থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
 
তিনি বলেন, ‘গণমাধ্যমকে আরো বেশি মাত্রায় নিয়ন্ত্রণ করতে মিডিয়া মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার জাতীয় সংসদে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা।’
 
তিনি বলেন, ‘এর আগে জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রকাশ করা হয়েছে। প্রেস কাউন্সিলের মাধ্যমেও গণমাধ্যমের গলা টিপে ধরার ব্যবস্থা করা হচ্ছে। এমনকি দেশীয় গণমাধ্যমের বিকাশের নামে বিদেশি গণমাধ্যমকেও নিয়ন্ত্রণের সার্বিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ আলামত কোনো শুভলক্ষণ নয়।’
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মোসতাক মিয়া, হারুন-অর রশিদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, এস এম আশরাফুর রহমান আশরাফ ও যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।