Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

টাঙ্গাইলের নিখিল হত্যা : আইএস এর দায় স্বীকার টাঙ্গাইল

টাঙ্গাইলের নিখিল হত্যা : আইএস এর দায় স্বীকার

টাঙ্গাইলের গোপালপুরে কাপড় ব্যবসায়ী নিখিল চন্দ্র জোয়ার্দারকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সন্ত্রাসের হুমকি পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
 
সাইটের ওয়েবাইটে বলা হয়েছে, আইএসের সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে নিখিল চন্দ্রকে হত্যার দায় স্বীকার করেছে এ জঙ্গিগোষ্ঠী।
 
উল্লেখ্য, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল এলাকায় প্রকাশ্য দিবালোকে দোকান থেকে ডেকে নিয়ে নিখিল চন্দ্র জোয়ার্দ্দার (৫০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গোপালপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল জলিল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে তিন যুবক ডুবাইল বাজারে নিখিলের দোকানে আসে। পরে নিখিলের সঙ্গে কথা বলার জন্য দোকান থেকে রাস্তার পাশে নিয়ে যায়।

এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। লাশের পাশে বোমাসদৃশ একটি ব্যাগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে প্রাথমিক আলামত সংগ্রহ ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।