Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কবি স্বপন সরকারের দু’টি কবিতা শিল্প ও সাহিত্য

কবি স্বপন সরকারের দু’টি কবিতা

কথার বাহার
 

কথার তোরে ভেসে যায় গঞ্জের হাট, ঘাট আর মাঠ,
কারও কারও কথা আকাশ ছোঁয়া,
ছিঁড়েফুঁড়ে যায় ছাদ।
রাজনীতি জমে কথার ফেনিল সমুদ্র জুড়ে,
বিষ্ঠাখেকো ছদ্মবেশী সব চাড়ালের মুখে মুখে।
শব্দরাজি লজ্জায় মাথাকুটে মরে
বয়ানবাজের বয়ানের তুবড়ি দেখে।

দেশপ্রেম আজ যাদুঘরে, জাদুঘরে
কল্পকথার গল্পমালার মতো
ঠাকুরমার ঝুলি বন্দী হয়ে!

       *********

অভিমানী শব্দরাজি
 

কাক আর ঈগল একসাথে ওড়ে না
ডানাকাটা শব্দরাজি ওড়ে
পাশাপাশি, কাছাকাছি।
অন্ত:পুরে দৈন্যতা ঢের
বিস্তর ফারাক, শূন্যতার ঘের।
নিউরনে নিউরনে চলে
বর্ণচোরা শব্দের আতশবাজি
আদতে ফাঁকিবাজি, কারসাজি।
শব্দরাজি আজ হুডতোলা অভিমানী!