Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

শিউলি আখন্দের কবিতা ‘বঙ্গবন্ধু বনাম স্বাধীনতা’ শিল্প ও সাহিত্য

শিউলি আখন্দের কবিতা ‘বঙ্গবন্ধু বনাম স্বাধীনতা’

স্বপ্ন ছুঁতে চায় সবাই

স্বপ্ন দেখতে ও পছন্দ করেন অনেকেই
তবে স্বপ্নের নাগাল পান ক'জন?
তিঁনি একজন
যিনি স্বপ্ন দেখিয়েছিলেন,
তিনি একজনই-----
যিনি স্বপ্ন কে বাস্তবে রূপ দিয়েছিলেন,
তিনি স্বপ্নের কারিগর;
যাঁর তর্জনীর নির্দেশে গর্জে উঠেছিল
বাংলার গ্রাম, শহর, নগর
জ্বলে উঠেছিল
বাংলার বাতিঘর।

হ্যাঁমিলিয়নের বংশীবাদকের মত
তাঁর বজ্রকন্ঠের ডাক----
‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
........যার যা আছে তাই নিয়ে
ঝাপিয়ে পড়...........
ওরা আমাদের দাবায়ে রাখতে পারবে না।

না পারেনি,
তর্জণীর নির্দেশে বাংলার প্রতিটি
ঘরে ঘরে ঠিক ই দূর্গ গড়ে উঠেছিল,
আবাল-বৃদ্ধ-বনিতা সবাই ঝাঁপিয়ে পড়েছিল,
চাই, স্বাধীনতা চাই,আর অধীন নয়,
নয় পরাধীন,এবার যুদ্ধ
বাঁচার যুদ্ধ, মরার যুদ্ধ, সম্মানের যুদ্ধ,
আর সে যুদ্ধ ন’মাস,
ইতিহাসের পাতায় যার ঠাঁই ‘মুক্তিযুদ্ধ’,
মুক্তির জন্য যে লড়াই তাই বুঝি এই নাম।

নামে কিইবা আসে যায়।
নাম তো একটাই, বাংলা কে ভালবেসে
যিনি লড়াই করলেন, জেলে গেলেন,
সব শেষে স্বপ্ন দেখিয়ে স্বপ্নের ওপাড়ে চলে গেলেন---- তিনি বঙ্গবন্ধু।
বাংলার মানুষের দেয়া প্রিয় নাম
‘প্রিয় বন্ধু’।

বঙ্গবন্ধু তুমি দিয়ে গেলে দেশ বিশ্ব মানচিত্রে যার ঠাঁই বাংলাদেশ’।
প্রিয়বন্ধু! তুমি যেখানে গেছো, সেখানে আছো তো বেশ?