Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জ পানগুছি নদীতে সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাই কাজ শুরু বাগেরহাট

মোরেলগঞ্জ পানগুছি নদীতে সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাই কাজ শুরু

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে সেতু নির্মানের সম্ভব্যতা যাচাই কাজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন  বৃহস্পতিবার দুপুর ২টায় এই যাচাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  হাইড্রোলজিক্যাল ও মরফিলজিক্যাল ষ্ট্যাডি দলে ছিলেন বুয়েট’র পানি ও বন্যা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শাহ্জাহান মোল্লা, অধ্যাপক ড. সুজিত কুমার বালা ও বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা সহ  ৩ সদস্যের একটি টিম তার সফরসঙ্গী ছিলেন । এ সময় মুক্তিদোদ্ধা কমান্ডার উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের  নেতা কর্মী সহ সর্বস্তরের বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এ দলের প্রধান ড. শাহ্জাহান মোল্লা বলেন, সাইনবোর্ড থেকে বগী সড়কের ১৮তম কিলোমিটারে পানগুছি নদীতে সেতু নির্মান কল্পে হাইড্রোলজিক্যাল ও মরফিলজিক্যাল ষ্ট্যাডি শুরু করা হয়েছে।

আগামি ২ মাসের মধ্যে এ পর্বের কাজ শেষ হয়ে যাবে। এর পরে সার্ভেটিম তাদের সমীক্ষা চালাবে। সেতু নির্মানের প্রস্তুতিমূলক কাজ শুরু হওয়ায় মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ৫লাখ মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হতে চলেছে। ডা. মোজাম্মেল হোসেন বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় এ সেতু নির্মান কাজ শেষ করা হবে। এই সেতুটি নির্মীত হলে সরাসরি সুন্দরবনের সাথে যোগাযোগ স্থাপন হবে। 

এই বিভাগের অন্যান্য খবর