Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

জমি নিয়ে বিরোধে সন্ত্রাসী হামলা, বৃদ্ধসহ আহত ৮ নোয়াখালী

জমি নিয়ে বিরোধে সন্ত্রাসী হামলা, বৃদ্ধসহ আহত ৮

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামে বুধবার সকাল ১১টায় প্রতিপক্ষ নুরু মিয়া এন্টার, হোসেন, আবুল, বাবুল ও বাশারের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা ও ভাংচুর করেছে। হামলার স্বীকার ভাতীজা মনিরকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীরা বৃদ্ধ আবু তাহের বসু (৬৫) কে ৫সলা টেটা পিঠে মেরে গুরুতর আহত করেছে। এসময় তাদের হামলায় মাসুদ (২৬), সাজু (২০), সোহেল (১২), মুক্তা (১৫), রোকেয়া (৪৫), শিউলি (১৮) ও মহসিন (২৪)সহ ৮জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ৫সলা টেটায় আক্রান্ত বৃদ্ধ আবু তাহের বসুকে নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। 

হাসপাতালে আহত মাসুদ ও তার স্বজনরা জানান- দীর্ঘ ৩০/৪০ বছর থেকে একই বাড়ির নুরু মিয়া এন্টার এর সাথে আবু তাহের বসু ও মনিরের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে। এই নিয়ে থানা ও আদালতে মামলা রয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় মনির স্থানীয় বাজার থেকে মুরগী নিয়ে আসার সময় বাড়ির সামনে রাস্তায় এলে প্রতিপক্ষ নুরু মিয়া এন্টার এর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা মনিরকে পিটিয়ে গুরুতর আহত করে। এই খবর বাড়িতে ছড়িয়ে পড়লে চাচা আবু তাহের বসু ভাতীজাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা আবু তাহের বসুকে ৫সলা টেডা দিয়ে পিঠে গাঁই দিয়ে আক্রান্ত করে। এসময় তাদের হামলা মহিলা সহ আরো ৬/৭জন আহত হয়। চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সত্যতা স্বীকার করেন।