Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

ইসলামী ব্যাংকের ইফতার মাহফিলে জেলা পরিষদ প্রশাসক

রমজান থেকে শিক্ষা নিয়ে কথা ও কাজের সমন্বয়ে মুসলমান হতে হবে ঝালকাঠি

রমজান থেকে শিক্ষা নিয়ে কথা ও কাজের সমন্বয়ে মুসলমান হতে হবে

ঝালকাঠিতে ইসলামী ব্যাংকের আয়োজনে “সম্পদ ও আত্মার পবিত্রতায় মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহআলম বলেন, আমরা প্রত্যেকেই জন্ম সূত্রে বংশানুক্রমে মুসলমান। মুসলমান অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। কিন্তু আমরা কেউই প্রকৃত মুসলমান হতে পারি নাই। সিয়াম সাধনার মাস রমজান থেকে নীতি, নৈতিকতা ও ইসলামী মুল্যবোধের শিক্ষা নিয়ে কথা ও কাজের সমন্বয়ে প্রকৃত মুসলমান হতে হবে। ইসলামী ব্যাংক বরিশাল জোন প্রধান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও বরিশাল গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওঃ আবু বকর সিদ্দিক। বিষয়ভিত্তিক আলোচনা করেন সরকারী বালক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস মাওঃ আ ন ম আব্দুল কুদ্দুস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বণিক সমিতির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক, সহসভাপতি শাহে আলম শাহিন, ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম খান, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তি, সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিভিন্ন স্তরের সুশীল সমাজের লোকজন ও ব্যাংকের গ্রাহকরা।