Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

নাটোরে শান্তিপূর্ণভাবে এইচএসসি-সমমানের পরীক্ষা অনুষ্ঠিত নাটোর

নাটোরে শান্তিপূর্ণভাবে এইচএসসি-সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নাটোরে শান্তিপূর্ণভাবে এইচএসসি এবং সমমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই জেলায় কোন বহিস্কার নেই। জেলার সাতটি উপজেলার মোট ১৮টি কেন্দ্রে এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৫৭৫জন শিক্ষার্থী। এর মধ্যে ১৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর ১০ হাজার ৩জন, আলীম পরীক্ষার পাঁচটি কেন্দ্রে ৫৩৩ জন এবং বিএম-ভোকেশনাল শাখার ১০টি কেন্দ্রে পাঁচ হাজার ৩৯ জন ছাত্র-ছাত্রী। 

পরীক্ষার দায়িত্বে থাকা নাটোর জেলা প্রশাসনের সাধারণ শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আহমেদ জানান, জেলার সর্বত্র শান্তিপূর্ণভাবেই পরীক্ষা হয়েছে এবং কোথাও কোন বহিস্কার নেই তবে প্রথম দিনে বাংলা প্রথম পত্রে সব মিলিয়ে মোট ১৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান জেলা সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। রাণী ভবানী সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময়ে তার সাথে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নার্গিস সুরাইয়া আখতার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুরাদুল ইসলাম। পরে জেলা প্রশাসক নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ কেন্দ্রটি পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল কুদ্দুস মৃধা, উপাধাক্ষ্য প্রফেসর মোঃ আতাউর রহমান, নাটোর সদর উপজেলার নির্বাহী  কর্মকর্তা মোঃ নায়িরুজ্জামান এবং কলেজের উপধাক্ষ্য মোঃ সুলতান আহমেদ। এসময় অধ্যক্ষ প্রফেসর নার্গিস সুরাইয়া আখতার বলেন তার কলেজে সব পরীক্ষার্থীরা খুব সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে।