Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

‘স্বাধীনতা’ নিয়ে মো. জহিরুল হুসাইন খান এর দু’টি কবিতা শিল্প ও সাহিত্য

‘স্বাধীনতা’ নিয়ে মো. জহিরুল হুসাইন খান এর দু’টি কবিতা

                 -১-

স্বাধীনতা  তুমি বিষ্ময়, দুর্লভ, দুর্জয়
তুমি শক্তিধর, প্রচন্ড এক ঝড়,
তুমি সুর, তুমি ঝংকার, তুমি বিজলী, তুমি আনন্দ দ্বার
তুমি শক্তির আঁধার, তুমি অসহায় আর দুর্বলের নিত্য সহচর।

তুমি কৈশোরের স্বপ্ন
পঙ্গুত্বের ত্রাণকর্তা,
স্বৈরাচারীর পতন আর
লজ্জারাঙ্গা যুবতীর স্থায়ীত্বের নিশ্চয়তা।

স্বাধীনতা  তুমি, উদ্দীপ্ত সূর্যের বলয়
তুমি নির্দয়, দেশদ্রোহীরা তাই করে ভয়,
তুমি শহীদ বীরের অসংখ্য আত্মার তেজদীপ্ত নক্ষত্র
তুমি আবাল বৃদ্ধবনিতাব কাঙ্খিত স্বপ্নের এক অমূল্য বিজয়।

তুমি পাখ-পখালি আর প্রাণীকুলের
আস্থাভাজন সবুজে ঘেরা এক চারণভূমি,
তুমি স্বচ্ছ নীলাকাশ, শিশুদের নির্মল হাসি
তোমার বুকে আশ্রয়ে, আমরা নিশ্চিন্তে আছি ঘুমি।

স্বাধীনতা তুমি এক বিশাল সমুদ্র
যেথায় সৃষ্টির সেরা রহস্য সুপ্ত,
আবহমানকাল  মানব কুলের তৃষ্ণা মিটাতে আসক্ত
তোমার আগমনে মনুষত্বের হয়েছে উদয়,পশুত্ব হয়েছে বিলুপ্ত।


                        -২-
স্বাধীনতা, তোমাকে অর্জনে বাংলার ত্রিশ লক্ষ প্রাণ, করেছিলো বলিদান
লাখো লাখো মা-বোনেরও সম্ভ্রম, হায়েনার দল নিয়েছিলো কেড়ে,
সেদিন পাক সেনাদল করে কৌশল, আলবদর আলশামস গড়ে
বাঙালীকে দিয়েই চালিয়েছিল তান্ডব বাংলার ঘরে ঘরে।

স্বাধীনতা, তোমার সূচনা লগ্নেই এ দেশকে জ্ঞান শূন্য রাখবে তাই
একাত্তর এর পঁচিশে মার্চ শত সহস্র বুদ্ধিজীবি করেছিলো হত্যা নির্বিবাদে সশস্ত্র বলে
লাখো কোটি ঘর-বাড়ি করেছিলো নিশ্চিহ্ন, আগুনে পুড়ে পুড়ে
কত-শত সহস্র শিশু করেছে হত্যা, ব্যায়োনেটের খোঁচায়, অবলিলায় জালিমের দলে।

সেদিন সেই নর পিচাশদের অত্যাচারে বাংলার মানুষ উঠেছিলো ফুঁসে
জুলুমবাজ অত্যাচারীদের বিরুদ্ধে,
ছাত্র-শিক্ষক, চাঁষা, কুলি-মজুর, জেলে-তাতি সবাই এক জোটে ঘর ছাড়ে
নেমে আসে অন্যায়ের বিরুদ্ধে, মাঠে ময়দানে মত্ত হয় সশস্ত্র যুদ্ধে।

স্বাধীনতা, তুমি ষোল কোটি মানুষের কাঙ্খিত স্বপ্ন, সেই স্বপ্নের বলে
বলীয়ান হয়ে নয় মাস যুদ্ধ করে তোমাকে পেয়ে বাংলার মানুষ হয় ধন্য,
অথচ দেখো, আমরা কত জঘন্য, ধর্ষন, খুন, গুম মিথ্যাচার করে কলঙ্কিত করেছি আজ
মুক্তি যোদ্ধাদের চেতনা, তুমি হারিয়েছো তোমার তারুণ্য।

স্বাধীনতা শব্দে রয়েছে ভালবাসার এক নিবিড় সম্পর্ক
যেখানে রয়েছে আকাশ-বাতাস, চন্দ্র-তারার মহা-মিলন,
ধনী আর গরীবে থাকবেনা ভেদাভেদ,এখানেও বিচ্ছেদ
নৈতিক বৈশিষ্ঠেও ধরেছে স্খলন।

তুমিই বলো, একটি ভূ-খন্ড স্বাধীন হলেই কি
স্বাধীন থাকতে পেরেছি আমরা আপামর জনসাধারণ?
পেরেছি কি জান-মালের নিরাপত্তা দিতে?
বদলেছে কি আমাদের পশুত্বের আচরণ?

স্বাধীনতা এবার তোমার বুকেই হবে শুরু, সন্ত্রাস দমন আর ধর্ষকের বিরুদ্ধে যুদ্ধ
নির্ভয়ে নারী ও কিশোরীদের একাকী  পথ চলার যুদ্ধ,
শহীদ মুক্তি যোদ্ধাদের চেতনা পূণরুব্ধারের যুদ্ধ, রাজনৈতিক ও অরাজনৈতিকদের
বিশ্বাস স্থাপন ও নিবিড় ভালোবাসার বন্ধনে আবদ্ধের যুদ্ধ।