Opu Hasnat

আজ ২৩ জুন শনিবার ২০১৮,

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রনে মেহেরপুর

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রনে

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প সংলগ্ন বনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশন অফিসার স্বপন কুমার ভক্ত জানান, বর্তমানে আগুন অনেকটাই নিভে গেলেও কিছু কিছু জায়গায় আগুনের ফুলকি রয়েছে। তবে আগুন যেন ছড়িয়ে না পড়ে সেজন্য বনের ভেতরে ফায়ার লাইন (নালা) কাটা হচ্ছে। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঘটনা তদন্তে সুন্দরবন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুন্দরবন পূর্ব বিভাগ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন- সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) গাজী মতিয়ার রহমান ও ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহম‍ুদ।

এসিএফ বেলায়েত হোসেন বলেন, রোববার (২৭ মার্চ) সন্ধ্যায়  এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বনের অভ্যন্তরে দেড় থেকে দুই একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিস ও বন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।