Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মো. জহিরুল হুসাইন খান কবিতা ‘এ কিসের পূর্বাভাস ?’ শিল্প ও সাহিত্য

মো. জহিরুল হুসাইন খান কবিতা ‘এ কিসের পূর্বাভাস ?’

আমি ভোরের শয্যা ছেড়ে, ঘরের দোরে
প্রথম যখন দু’চোখ মেলি,
শুভ্র শাড়ি গায়ে, রাঙা ঐ অধরে
মুচকি হাসি নিয়ে, দু’হাত বাড়ায়ে
দেখি তুমি সন্মুখে দাঁড়িয়ে।
এ কিসের পূর্বাভাস?

তোমার মুখাবয়ব সদ্য স্নাত প্রষ্ফুটিত যেন এক সাদা পদ্ম
এলোমেলো  চুলে, শিশিরের কনায় ভরপুর,
যেন  শীতের সকালের শিশিরে  পূর্ণ দুর্বাঘাস
উঠন্ত সূর্যের আলোকচ্ছটায়
ঝিকমিক করে উদাস নয়নে
তাকিয়ে আছো, আমার দু'চোখ'পড়ে
দুহাত বাড়িয়ে
এ কিসের পূর্বাভাস? 

বিকেলের পড়ন্ত রোদে
দেখি তুমি সেই কাননে
যেখানে আমার মন, কাটে প্রতিটিক্ষণ
আনন্দে উল্লাসে কিংবা প্রিয়জন দর্শিতে
তুমি আছো দাঁড়িয়ে সেইখানে, দু'হাত বাড়িয়ে
এ কিসের পূর্বাভাস? 
এ সবই কি আমার সপ্ন বিলাস?