Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

স্বাধীনতার ৪৫ বছর পর কালুখালীর বধ্যভুমির স্মৃতিস্তম্ভ নির্মান মুক্তিবার্তারাজবাড়ী

স্বাধীনতার ৪৫ বছর পর কালুখালীর বধ্যভুমির স্মৃতিস্তম্ভ নির্মান

স্বাধীনতার ৪৫ বছর পর শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মালিয়াট গ্রামে অবস্থিত ৭১ এর বধ্যভুমির স্মৃতিস্তম্ভ  নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে । শুক্রবার নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার সার্জেন্ট(অব.) আকামত আলী ।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান,মুক্তিযোদ্ধা আ: মালেক,খলিলুর রহমান প্রমুখ  উপস্থিত ছিলেন 

৭১ সালে যুদ্ধকালীন সময় পাক  সেনারা কালুখালী রেলষ্টেশনে ক্যাম্প স্থাপন করে । রেলওয়ে জংশন থাকায় ভাটিয়াপাড়া, গোয়ালন্দ, রাজশাহী ও খুলনার সাথে কালুখালী যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভাল ছিল । এসব এলাকা থেকে পাক সেনারা মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যার পর কালুখালীর বধ্যভুমিতে চাপা মাটি দিত । আজ ৪৫ বছর অতিবাহিত হলেও শহীদদের সেই আত্মার জন্য বধ্যভুমি এলাকায় দোয়ার ব্যবস্থা হয়নি । অরক্ষিত অবস্থায় পরে ছিল জায়গাটি ।