Opu Hasnat

আজ ১১ আগস্ট মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

ধনবাড়ীতে বাস চাপায় নিহত ১, আহত ১ টাঙ্গাইল

ধনবাড়ীতে বাস চাপায় নিহত ১, আহত ১

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে যাওয়ায় বাস চাপায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

আজ (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী পৌরসভার নিউ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে চা পান করতে আসা মো. কবির মিয়া (৫০) নামে একজন নিহত হন।

আহত হয়েছেন চা দোকানি শামছুল হক (৩০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর জনতা বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হবে।