Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ঝালকাঠি পৌর মেয়র আফজালের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা আইন ও আদালতঝালকাঠি

ঝালকাঠি পৌর মেয়র আফজালের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা

ঝালকাঠি পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক (সাবেক সাংগঠনিক সম্পাদক) আফজাল হোসেনের নামে ১ শ কোটি টাকার মানহানি মামলা (নং-০৮/১৬) দায়ের করা হয়েছে। আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ জেলার নেতা ও দলের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় বুধবার দুপুরে এ মামলা দায়ের করা হয়। ঝালকাঠি পৌর আওয়ামীলীগ সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী তালুকদার বাদী হয়ে ঝালকাঠি ১ম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন। 

মামলায় উল্লেখ করা হয়, ঝালকাঠি জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ, ঝালকাঠির রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় আওয়ামীলীগের নীতিনির্ধারক ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে অশালীন, অবাঞ্চিত ও মানহানিকর বক্তব্য দিয়েছেন ঝালকাঠি পৌর মেয়র, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক (সাবেক সাংগঠনিক সম্পাদক) ও পৌর নির্বাচনে নারিকেল গাছ প্রতিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন। এ উক্তির প্রেক্ষিতে উল্লেখিতদের ১ শ কোটি টাকার মানহানি হয়েছে। মানহানিকর উক্তির প্রেক্ষিতে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে এ মামলা দায়ের করা হয়। বাদীর আইনজীবী অ্যাডভোকেট জাকারিয়া রহমান জিহাদ বলেন, ঝালকাঠি ১ম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক শরীফ মোঃ সানাউল হক মামলাটি আমলে নিয়ে ২১ মার্চ শুনানীর জন্য পরবর্তি তারখি নির্ধারণ করেছেন।