Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে খাসমহল বালুরচর গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হাজারো গ্রামবাসী। 

বিএনপির চেয়ারম্যান প্রার্থী আমিনউদ্দিন চৌধুরীর নির্বাচনি প্রচারনায় মুক্তার হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচী পালন করে গ্রামবাসী। এতে খাসমহল বালুরচর ও খাসনগর গ্রামের সহস্রাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

খাসমহল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও পঞ্চায়েত কমিটির আয়োজনে, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, বালুচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হাসেম, থানা বিএনপি নেতা আকরাম হোসেন, জাতি সংঘের কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন বাদল, খাসমহল বালুচর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমুখ।

প্রসঙ্গত, গত ৭ মার্চ উপজেলার বালুরচর ইউনিয়নের বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী আমিনউদ্দিন চৌধুরী খাসমহল বালুরচর গ্রামে নির্বাচনি প্রচারনায় যান এ সময় যুবদল নেতা মুক্তার হোসেনের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর তর্কবিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। এতে বিএনপি কর্মী আওলাদ হোসেনসহ ৮ জন আহত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।