Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মুন্সীগঞ্জে অগ্নিবীণা ললিতকলা একাডেমীর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী শিল্প ও সাহিত্যমুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে অগ্নিবীণা ললিতকলা একাডেমীর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালাখানগর ডিগ্রী কলেজ হল রুমে অগ্নিবীণা ললিতকলা একাডেমির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান চলছে। শুক্রবার দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে ইছাপুরা অগ্নিবীণা ললিতকলা একাডেমী। 

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রথমে একাডেমিক একক সঙ্গীত পরিবেশনা, ২য় পর্বে সনদ প্রাপ্ত শির্ক্ষাথীদের সঙ্গীত পরিবেশন। একাডেমিক ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য সাজে সুসজ্জিত মঞ্চে ও সুললিত কন্ঠে মোহিত হন দর্শক শ্রোতা। পর্ব দুটিতে প্রায় ৭০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন। ৩য় পর্বে “জগত জুড়ে উহার সুরে আনন্দ গান বাজে” রবীন্দ্র সঙ্গীত দিয়ে একাডেমির মূল পরিবেশনা শুরু হয়। অগ্নিবীণার পরিচালক মো. এজাজ হোসেন খানের পরিচালনায় একটানা সকাল ৯ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। 

অনুষ্ঠানে মালখানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ ধীরণ, উপজেলা আ’লীগ সম্পাদক এস এম সোহরাব হোসেন, জৈনসার ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (দুদু), বাসাইল ইউপি চেয়ারম্যান হাজী মো. সাইফুল ইসলাম (যুবরাজ), মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রখান শিক্ষক মো. আমির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল করিম শেখ প্রমুখ।