Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কবি কামাল বারি’র দুটি কবিতা শিল্প ও সাহিত্য

কবি কামাল বারি’র দুটি কবিতা

সবুজে সবুজে

আমাদের গ্রামগুলো সবুজে সবুজময়...;
আমাদের হৃদতরঙ্গ সবুজে সবুজে চলে;
আমাদের পতাকার সবুজ রূপ লালের;
আমাদের প্রত্যাশার সবুজ তারুণ্যে জ্বলে; 

আমাদের ক্ষেতগুলো সবুজ শস্যের মাতা;
আমাদের পলিমাটি সবুজে পরান ঢালে;
আমাদের নারীগণ সবুজ প্রেমের প্রেমী;
আমাদের পুরুষেরা সবুজ সৃষ্টির স্রষ্টা;
আমাদের নারী-নর সবুজ জুটির ঘর;
আমাদের কণ্ঠস্বর সবুজ মুক্তির দ্রষ্টা।

আমাদের গ্রামগুলো সবুজ শ্যামল রূপ;
আমাদের ষড়ঋতুজুড়ে সবুজের ধূপ।

******************************

কথার জাদু-শর

গুছিয়ে বলতে পারি না বলেই কি আমাকে ফিরিয়ে দেবে?
উদিত সূর্যের ভাষা বুঝি আমি... 
আমি তো বারমাসী কোকিল নই যে সুরে সুরে করবো গান;
রবমুখর কাক নই যে ভিন্ন ভিন্ন স্বরস্তর থেকে করবো ডাকাডাকি;

মুক্ত কৈশোরে আমি বহুরঙ হাসেদের কেলিক্লান্ত ঠোঁট লুকাতে দেখেছি 
ডানার উষ্ণতার ভেতর;
আমি যতবার তোমাকে দেখি অপার মুগ্ধতায়
ততবার মুখ লুকিয়ে রাখি উষ্ণতার হাসের মতো;
আমার অবাক কণ্ঠ থেকে ফোটে না প্রেমিক স্বভাবের
শিশিরভেজা কাঁপা কাঁপা ফুল;

প্রকৃতির সবকিছুই তো বিস্ময়কর বিন্যস্ত;
কিরূপ বিন্যাস আমার?

আহা! রজনীগন্ধা ঘিরে কী রহস্যশয্যা রয়েছে সাজানো!  
পৃথিবীর রূপ সৌরভ আমাকে দারুণ জাগায়;

আমি হাজার গোলাপের ভেতর আমার জাগতিক চোখ রেখেছি-
দৃষ্টিকে আলো-আঁধারে অসীম সীমায় ঘুরিয়েছি অসংখ্যবার;

এক ফোঁটা সাগর জলের মাপে একটি শামুকের অন্তরে নিরন্তর গান কারুকাজ-
ঝিনুকের শরীর ব্যেপে অদ্ভুত সুন্দর রেখার প্রপাত!

সরপুটির অবাক সৌন্দর্যের বিলের জলে বাইচার ভেতর
আমার চিরকৈশোরের মুগ্ধতা মিশে আছে;
এখনও আমি বাইছের নৌকার গলুইয়ে টানটান চিকন কিশোর;

মতিঝিলের কক্ষে কক্ষে তাবৎ মাছের চোখে চোখ রেখে
ভাদ্র রোদের তাপ ভুলে যাই;
সংলাপ ভুলে যাই বলে কারো সাথেই কোনো আলাপ জমে না;
কথার জাদু-শর ছোড়া হয় না আমার।

 

কামাল বারি; জন্ম : ১৮ জানুয়ারি, ১৯৬৫; প্যারি দাশ রোড, ঢাকা।
পৈতৃক নিবাস : ডাঙ্গারপাড়, ভাঙ্গা, ফরিদপুর।
বাবা : বারি।
মা : জহুরা।
নব্বইয়ের দশকে কবিতা লেখা শুরু। লেখা হচ্ছে। তবে প্রকাশ নেই বললেই চলে।
কবিতা ছাড়াও লিখছেন- গল্প, গান, প্রবন্ধ, নাটক, উপন্যাস ইত্যাদি।
বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, ক্রিয়েটিভ ফিচার ও রিপোর্ট লিখে থাকেন মাঝে মাঝে।
আজও একক কোনও গ্রন্থ প্রকাশিত হয়নি।
সময় সময় সাহিত্যপত্রিকা সম্পাদনা ও প্রকাশে ব্যস্ত থাকেন।
পেশা : সাংবাদিকতা।
নেশা : কবিতা।