Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

মো. জহিরুল হুসাইন খান এর কবিতা ‘‘আজ ফাগুন এসেছে ফিরে’’ শিল্প ও সাহিত্য

মো. জহিরুল হুসাইন খান এর কবিতা ‘‘আজ ফাগুন এসেছে ফিরে’’

হঠাৎ কোকিলের কুহু কুহু ডাক, আমিতো হতবাক
প্রত্যুষে দেখি,বাসন্তী শাড়ির আড়ালে,
কত যুবতী তার যৌবনকে ঢাকি, দলে দলে চলে
প্রিয়জন সাথে খুশির আমেজে আনন্দে উচ্ছ্বলে।

বুঝেছি আজ ‍ফাগুন এসেছে ফিরে, কৃষ্ণচূড়ার ডালে ডালে
লাল টুকটুকে বৌ লাল শাড়ী পড়ে
যৌবনের উম্মাদনায় নিজেকে রাঙ্গায়
আরও যতন করে ।

আমার ও খুউব ইচ্ছে করে ফিরে যাই
সেই যৌবনের বয়সের ভীরে,
ইচ্ছে করে ভালবাসায় আমিও হই ‍সিক্ত
মিলিত হই নবীন ও তরুণদের অনাড়ম্বরে ।

আজ ফাগুন এসেছে ফিরে, ফুলে ফুলে গেছে ছেয়ে
গাছে গাছে ডালে ডালে, পাতায় পাতায় কত যে কি বলে যায়,
শীতের প্রকোপ গেছে, ভালবাসার সুর উঠেছে
শান্ত আকাশ হয়েছে উদাষ হঠাৎ বয়ে যাওয়া উষ্ণ হাওয়ায় ।

আমি শুধু ভাবি আর কত ছবি
দোল খাবে আমার হৃদয়ের আঙিনায়,
শেষ প্রহর এলো, যা দেখি এলোমেলো
তবুও কেন কষ্টে কাটে সময়, তাদেরই অপেক্ষায় ?

আজও মনে পড়ে, ভালবাসি যারে
কি করে বলি তারে ? 
না বলা কথা বুকেতেই রয়
হয়নি বলা আর ঊনষাট গেলো পেড়ে।

আজ ফাগুন এসেছে আরও একটি বছর গেছে পিছে
ভালবাসার স্বাধ হয়নি মলিন, ‍আজও খুঁজি তারে,
লিখে রেখেছি আমার কষ্ট,উপন্যাসের শেষ পাতায়
ভালবাসা না পাওয়ার যন্ত্রণার ভারে।